Macca Street, Block -7, Fahaheel, Kuwait.
বাংলাদেশ কার্গো আপনার বিশ্বস্ত ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। আমাদের মূল ফোকাস- আপনাদের বিশ্বস্ততা, আপনাদের পণ্যের যথাযথ নিরাপত্তা প্রদান এবং দ্রুততম সময়ে তুলনামূলক স্বল্পখরচে নির্ধারিত স্থানে পণ্য পৌঁছে দেয়া। প্রায় ১০ বছর ধরে বিশ্বস্ততা ও সুনামের সাথে দেশে বিদেশে প্রতিটি কাস্টমারকে সেবা দিয়ে আসছি আমরা ।
বিশ্বের যে কোন প্রান্ত থেকে প্রবাসীরা এখন আকাশ পথে ও পানি পথে পণ্য আনা নেয়া করতে পারবেন । দেশের যে কোন জেলায় ডোর টু ডোর সেবা দিচ্ছে নিউ বাংলাদেশ কার্গো। ৭ দিন থেকে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে পন্য ডেলিভারি দেয়া হয়। আর মালামাল নষ্ট বা হারিয়ে গেলে ১০০% ক্ষতিপূরনের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা।
বিশ্বের যে কোন প্রান্ত থেকে ইলেক্ট্রিক পন্য, প্রশাধনী সামগ্রী, চকলেট, পানীয় সহ আপনার যে কোন পণ্য আনতে আমাদের সেবা নিন। পোশাক, সবজি, বিভিন্ন কাঁচামাল, উৎপাদিত বিভিন্ন পন্য, চামড়া ও চামড়াজাত পণ্য ইত্যাদি মালামাল বিদেশ এ রপ্তানী করতে চাইলেও আপনি আমাদের সেবা গ্রহন করতে পারবেন। আমরা দেশ বিদেশের বিভিন্ন নামকরা কোম্পানীর কার্গোর কাজ করে থাকি। আমাদের আছে এয়ার কার্গো এবং সী কার্গো সেবা। আমরা সবচেয়ে কম মূল্যে সফলভাবে আপনার মাল গন্তব্যে পৌঁছে দিব।
মালামাল আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। পণ্য আমদানী রপ্তানী করতে পণ্যর পরিমাপের উপর দাম নির্ভর করে। সুতরাং আপনার পণ্য আমদানী কিংবা রপ্তানীর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে খরচ সম্পর্কে জানুন।
📌আমাদের সেবা সমূহঃ
💠 সমগ্র বাংলাদেশ কার্গো (ডোর টু ডোর এন্ড অফিস) 📦
💠 ওমরাহ্ সার্ভিস 🕋
💠 বিকাশ, ফ্লেক্সিলোড, এমবি দেওয়া হয় 💸
💠 কুরিয়ার সার্ভিস 🚴
💠 এয়ার টিকেট পাওয়া যায় ✈️
@ 2024 Muskan Digital . All Right Reserved